ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

আসামের হিন্দুরা বিলুপ্তির দ্বারপ্রান্তে: মুখ্যমন্ত্রী হেমন্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৯

আসামের হিন্দুরা বিলুপ্তির দ্বারপ্রান্তে: মুখ্যমন্ত্রী হেমন্ত
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তার রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলোতে বসবাসকারী হিন্দুরা একটি বিশেষ সম্প্রদায়ের (এখানে মুসলিমদের ইঙ্গিত করা হয়েছে) কারণে বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছেন। রোববার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

এ সময় হেমন্ত বিশ্ব শর্মা বিশেষ সম্প্রদায়ের লোকজনের আগ্রাসন থেকে রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের (রাষ্ট্রিয় সয়ংসেবক সংঘ) সহযোগিতা চেয়েছেন।

আসামের বরাক উপত্যকায় শিলচর বিমানবন্দরে নেমে শনিবার সকালে তিনি কেশব নিকেতনে আরএসএসের চহার জেলায় প্রধান কার্যালয়ে যান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আসাম আরেকটি কাশ্মির হতে চলেছে।’

বিজেপির এ নেতা বলেন, ‘একটি বিশেষ সম্প্রদায়ের জন্য সত্ররা চরম বিপদের মধ্যে রয়েছেন। একইসঙ্গে যেসব হিন্দুরা চা বাগানের কাছাকাছি এবং সীমান্তের দূরবর্তী গ্রামগুলোয় বসবাস করছেন, ব্যাপক আগ্রাসনের কারণে তারা বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছেন।’

তিনি বলেন, ‘আমি আরএসএসের কর্মকর্তাদের সেসব এলাকায় যেতে বলেছি এবং বিপদ থেকে তাদের প্রতিষ্ঠানকে রক্ষা করতে (সেসব) হিন্দুদের পরামর্শ দিতে বলেছি।’

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত