ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

পাঞ্জাব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী চরনজিৎ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৭

পাঞ্জাব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী চরনজিৎ
চরনজিৎ সিং চান্নি। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাব রাজ্যের মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চরনজিৎ সিং চান্নি। সোমবার তার এ শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। এনডিটিভি জানায়, অনুষ্ঠানে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত ছিলেন।

পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের এখনও চারমাস বাকি থাকলেও সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আকস্মিক পদত্যাগ করেন। এরপরই চরনজিৎ সিং চান্নি মুখ্যমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন। চান্নি পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ভারতের অবহেলিত দলিত সম্প্রদায় থেকে উঠে এসেছেন।

সূত্র জানায়, পাঞ্জাবে কংগ্রেসের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। সেখানে সম্প্রতি রাজ্য কংগ্রেসের প্রধান করা হয় সাবেক ক্রিকেটার নভোজিৎ সিং সিধুকে। এ নিয়ে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিংয়ের সঙ্গে দ্বন্দ্বের খবরও বের হয়।

নতুন মুখ্যমন্ত্রীর জন্যও যে সামনে বন্ধুর পথ অপেক্ষা করছে, সে ইঙ্গিতও ইতোমধ্যে পাওয়া গেছে। প্রসঙ্গত, ৫৮ বছরের চান্নি কাজ করেছেন সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের মন্ত্রীসভায়। তিনি নভোজিৎ সিং সিধুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত