ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ফের টিকা রপ্তানি শুরু করছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৫  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯

ফের টিকা রপ্তানি শুরু করছে ভারত

করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বজুড়ে ফের টিকা রপ্তানি শুরু করছে ভারত। আগামী মাস থেকে টিকা রপ্তানি ও উপহার পাঠানো শুরু করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাস থেকে উদ্বৃত্ত টিকার রপ্তানি এবং উপহার পাঠানো পুনরায় শুরু করবে ভারত।

উল্লেখ্য, গত মার্চের শুরুর দিকে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। সে সময় দৈনিক গড়ে ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন এবং প্রতিদিন ৪ হাজারেরও বেশি মৃত্যু হয়।

পরিস্থিতি সামাল দিতে এপ্রিলের মাঝামাঝি টিকা রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। বর্তমানে সেই বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বেড়েছে টিকাদানের গতিও। তাই ফের টিকা রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত