ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে মিলবে পদ্মার ইলিশ, খুশি বাঙালিরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে মিলবে পদ্মার ইলিশ, খুশি বাঙালিরা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগেভাগেই পশ্চিমবঙ্গকে পদ্মার ইলিশ উপহার দিচ্ছে বাংলাদেশ। কলকাতায় যাচ্ছে মোট দু’হাজার আশি মেট্রিক টন ইলিশ। এসব ইলিশ ধাপে ধাপে পৌঁছবে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঙ্গলবার এবং বুধবার থেকে এসব ইলিশ পৌঁছাতে পারে কলকাতার ক্রেতাদের হাতে। ওই বিপুল পরিমাণ ইলিশ আসার খবরে খুশি পশ্চিমবঙ্গের বাঙালিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ইলিশ রপ্তানি নিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকার সচিবালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করা যাবে।

পদ্মার ওই বিপুল পরিমাণ ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালিরা খুশি হলেও দাম নাগালের মধ্যে থাকবে কি না তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। তবে বাংলাদেশ থেকে এত বিপুল পরিমাণ ইলিশ শেষ কবে এসেছে তা মনে করতে পারছেন না অনেকেই।

বিক্রেতাদের একাংশের মতে, এই মুহূর্তে বাজারে ছোট ইলিশ পাওয়া যাচ্ছে। তা অনেকে নিমরাজি হয়েই কিনছেন। তাদের প্রত্যাশা, বাংলাদেশ থেকে বড় ইলিশ এলে বিক্রি বাড়বে।

বাংলাদেশ জার্নাল/এমআর/কেআই

  • সর্বশেষ
  • পঠিত