ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ভারতে সুস্থতার হার সর্বোচ্চ পর্যায়ে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:১৩  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০২১, ১১:২৭

ভারতে সুস্থতার হার সর্বোচ্চ পর্যায়ে
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২৬ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে প্রায় চার হাজার। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২৫২ জনের। আগের একদিনের তুলনায় প্রাণহানির সংখ্যা কমেছে ৪৩ জন।

এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ৩৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ​৩ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৫৩৪ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন শনাক্ত রোগীর তুলনায় বেশি মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। যা ভারতে মহামারি শুরুর পর থেকে সুস্থতার সর্বোচ্চ হার।

ভারতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৪৯ হাজারের বেশি রোগী। গত একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪৬৯ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৫৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বোচ্চ।

ভারতে বর্তমানে সক্রিয় রোগী মোট শনাক্তের শূন্য দশমিক ৯২ শতাংশ। সোমবারের তুলনায় মঙ্গলবার এই হার কমেছে। যা ২০২০ সালের মার্চ মাসের পর থেকে এই হার সর্বনিম্ন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত