ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

জার্মানিতে বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন চালু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৯:২১  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২১, ২০:০৬

জার্মানিতে বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন চালু
ছবি: সংগৃহীত

চালক থাকবে না। কিন্তু নির্দিষ্ট স্টেশনগুলো থেকে যাত্রী উঠিয়ে গন্তব্যে পৌঁছে দেবে। এ ধরনের একটি ট্রেনের উদ্বোধন করেছে জার্মানি। স্থানীয় সময় সোমাবার জার্মানির হামবুর্গ শহরে ট্রেনটি চালু হয়।

জার্মানির রেল অপারেটর ডচে বন এবং শিল্পগোষ্ঠি সিমেন্স বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, চালকবিহীন এ ট্রেন চালু করেছে। প্রস্তুতকারি প্রতিষ্ঠানগুলো বলছে, এ ট্রেন প্রথাগত ট্রেনগুলোর চেয়ে বেশ আলাদা। এটি অনেকে বেশি সময়ানুবর্তী ও জ্বালানী সাশ্রয়ী।

একই ধরনের আরও চারটি ট্রেন শিগগিরই উদ্বোধনের পরিকল্পনা রয়েছে জার্মানির। দেশটির উত্তরাঞ্চলীয় শহর বনে এ ট্রেনগুলো চলবে। আগামী ডিসেম্বর থেকে এগুলো যাত্রী বহন শুরু করবে। এ ক্ষেত্রে বিকল্প কোনো রেললাইন ব্যবহৃত হবে না। বিদ্যমান রেললাইনেই চলবে আধুনিক এ ট্রেনগুলো। সূত্র: এনডিটিভি

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত