ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

‘হিন্দু আইনে আমিই শোভনের স্ত্রী, অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১৭:১৭  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০২১, ১৭:২০

‘হিন্দু আইনে আমিই শোভনের স্ত্রী, অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না’
ছবি: আনন্দবাজার অনলাইন

দশমীর সন্ধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সিঁথিতে সিঁদুর দিয়েছেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় এ দৃশ্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বৈশাখী জানিয়ে দেন, ‘আমাদের মধ্যে স্বীকৃতির অভাব কোনও দিন ছিল না।’

শোভন যে বৈশাখীকে সিঁদুরদান করেছেন, তা নিয়ে মুখ খুলেছেন রত্না চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘হিন্দু বিবাহ আইন অনুযায়ী আমি এখনও শোভনের স্ত্রী। তাই ও অন্য কাউকে সিঁদুর পরাতে পারে না।’

এরপরেই রত্না যোগ করেন, ‘স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ অন্য কোনও স্ত্রীলোকের সঙ্গে থাকে, তাহলে ওই স্ত্রীলোককে সমাজ রক্ষিতা বলে। রক্ষিতাকে সিঁদুর পরালেই সে স্ত্রী হয়ে যায় না।’

প্রসঙ্গত, গত তিন বছর ধরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন-রত্নার মধ্যে। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি।

শোভনের বৈশাখীকে সিঁদুরদান প্রসঙ্গে কী কোনও আইনি পদক্ষেপ করতে চান? এমন প্রশ্নের জবাবে রত্না বলেছেন, ‘ওরা যা পারছে করছে। কিন্তু ভুলে যাচ্ছে দেশে এখনও আইন আছে। শোভন আইনত এখনও আমার স্বামী।’

তিনি বলেন, ‘দুর্গা প্রতিমার পেছনে একটা বাঁশ থাকে জানেন তো। আমিই সেই বাঁশ। ওরা বিয়ের কথা ভাবুক। তারপর আমি দেখছি, কী করা যায়। পুজোর সময় ফোন করে শোভন একবারও ছেলে-মেয়ের খোঁজ নেয়নি।’ সূত্র: আনন্দবাজার অনলাইন

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত