ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

কূটনৈতিক মিশন খুলবে ইউরোপ, স্বাগত জানাল তালেবান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০৪:৩৩

কূটনৈতিক মিশন খুলবে ইউরোপ, স্বাগত জানাল তালেবান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে কূটনৈতিক মিশন আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।

সোমবার ইইউ’র মুখপাত্র নাবিলা মাসরালি কাবুলে কূটনৈতিক মিশন খোলার ঘোষণা দেন। খবর পার্স টিভি

আগামী একমাসের মধ্যে সীমিত পরিসরে কাবুলে নিজের কূটনৈতিক মিশন আবার চালু করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও আফগানিস্তানকে ১০০ কোটি ইউরোর সাহায্য দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

ইইউ’র মুখপাত্র দাবি করেন, ইইউ’র এ পদক্ষেপের অর্থ আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া নয়।দেশটির জনগণকে সাহায্য করার জন্য বাধ্য হয়ে আমাদেরকে তালেবানের সঙ্গে কাজ করতে হচ্ছে।

ইইউ’র এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তালেবানের উপ মুখপাত্র মোল্লা আহমাদুল্লাহ ওয়াসিক। তিনি বলেছেন, ইউরোপের এ সিদ্ধান্ত আফগানিস্তানের পাশাপাশি ইইউ’র জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত