ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে দুই মাসে ৩০ সাংবাদিককে হুমকি-নির্যাতন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৮:১৭  
আপডেট :
 ২৮ অক্টোবর ২০২১, ১৯:০০

আফগানিস্তানে দুই মাসে ৩০ সাংবাদিককে হুমকি-নির্যাতন
গত আগস্টের মাঝামাঝি কাবুলে ক্ষমতায় আসে তালেবান। প্রতীকী ছবি

গত দুই মাসে আফগানিস্তানে ৩০ জনের বেশি সাংবাদিকের ওপর সহিংসতা চালানো বা সহিংসতার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার ৯০ শতাংশ ঘটিয়েছে তালেবানরা। গণমাধ্যম পর্যবেক্ষকের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানায়।

আফগানিস্তানের জাতীয় সাংবাদিক ইউনিয়ন (এএনজেইউ) এসব ঘটনার মধ্যে ৪০ শতাংশ বেশি ক্ষেত্রে শারিরীক আঘাতের তথ্য রেকর্ড করেছে। বাকি ৪০ শতাংশ ছিল মৌখিকভাবে সহিংসতা চালানোর হুমকি দেয়ার ঘটনা। এএনজেইউ’র প্রধান মাসররো লুৎফি বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাকি ২০ শতাংশ ঘটনার মধ্যে রয়েছে, অন্তত একদিনের জন্য আটক করে রাখা। এক সাংবাদিক নিহতও হয়েছেন। এসব ঘটনার অধিকাংশই ঘটেছে রাজধানী কাবুলের বাইরে।

সংবাদ সম্মেলনে লুৎফি বলেন, অধিকাংশ ঘটনার সঙ্গে তালেবানের নাম জড়িয়ে থাকলেও অজ্ঞাত লোকজন দ্বারাও কিছু ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত