ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানালো কংগ্রেস

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ১৯:৫০

ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানালো কংগ্রেস
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সভা করেছে ত্রিপুরা কংগ্রেস। ছবি: সংগৃহীত

ত্রিপুরায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে ভারতের রাজনৈতিক দল কংগ্রেস। এ নিয়ে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করে ত্রিপুরা কংগ্রেস।

সাম্প্রদায়িক এসব হামলার ঘটনায় কংগ্রেস ভারতের হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ, বজরাংগী দল এবং ত্রিপুরা বিজেপিকে দায়ী করছে।

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে গত ২৬ অক্টোবর রাজ্যটির পানিসাগর মহকুমায় কোন মসজিদে অগ্নিকাণ্ড সংঘটিত হয়নি মর্মে জানানো হয়েছে। কিছু কিছু পত্রিকাও মসজিদে হামলার বিষয়টিকে গুজব বলে প্রচার করেছে।

তবে ভারতের দ্য ওয়ার অনলাইন জানায়, ওই দিন রোয়া বাজার চামটিলা মসজিদে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শেষে হামলা হয়েছে। এছাড়া বাজারটিতে দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে। ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সুব্রত চক্রবর্তী দ্য ওয়ারকে খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে এ মিছিলটি করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোয়া বাজারে অন্তত দু’টি দোকান ভাঙচুর করা হয়েছে।

পুলিশ বলছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত