ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

যে ছবি কথা বলে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ১৪:৫৬  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০২১, ১৬:৪৪

যে ছবি কথা বলে

মানুষ কখন নিজের ঘরবাড়ি ছেড়ে স্বপরিবারে দেশ ছাড়ে? অভাবের তাড়না, ক্ষুধা, উন্নত জীবনের আশা- এসব নানা বিষয় জড়িয়ে থাকে দেশান্তরিত এসব মানুষের জীবনের গল্পে।

ইউরোপে এখন তীব্র শীত। আর সেই শীতের মধ্যে কয়েকশ’ অভিবাসন প্রত্যাশী আটকে আছেন পোল্যান্ড সীমান্তের বেলারুশ অংশে। স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে তারা পড়েছেন চরম বিপাকে।

পোল্যান্ড তাদের গ্রহণ করছে না। এ কারণে সীমান্তের কাছে তাঁবু গেড়ে তীব্র শীতের মধ্যে চরম কষ্টে দিন পার করছেন তারা। বিশেষ করে শিশুদের কষ্ট অবর্ণনীয়। পরিবারের ছোট্ট সদস্যদের কষ্টে বিচলিত হয়ে পড়ছেন বাবা-মা-ও।

সোমবার ফ্রান্স টুয়েন্টিফোর এ ধরনের একটি ছবি শেয়ার করেছে, যেটি মূলত এএফপির আলোকচিত্রী উজতেক রাদওনস্কি তুলেছেন।

ছবিটি গত ৯ নভেম্বরের। সেখানে পোল্যান্ড সীমান্তের কাছে কন্যাকে কোলে নিয়ে কান্না করতে দেখা যায় এক পিতাকে। ২০ দিন ধরে বনের মধ্যে বসবাস পরিবারটির। তারা ইরাকের দাহুক থেকে যাওয়া কুর্দি সম্প্রদায়ের লোকজন। পোল্যান্ডের সেনাদের বিরুদ্ধে মারধোরের অভিযোগ আনেন তারা।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত