ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

ফের লকডাউন ঘোষণা করলো অস্ট্রিয়া

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ১৮:২৪  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০২১, ১৯:২৩

ফের লকডাউন ঘোষণা করলো অস্ট্রিয়া
ছবি-রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্তের পরিমাণ রেকর্ড সংখ্যক বাড়ায় আগামী সোমবার থেকে ফের দেশজুড়ে লকডাউনে যাচ্ছে ইউরোপের দেশ অস্ট্রিয়া।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষকদের টিফিন ভাতা ৬ টাকা

অস্ট্রিয়া চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, লকডাউন ২০ দিনের জন্য কার্যকর থাকবে। তবে দশ দিন পর এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।

আরো পড়ুন: সেই প্রেমিকাকেই বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

পশ্চিম অস্ট্রিয়ায় দেশের নয়টি প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠকের পর চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, ‘আমরা পঞ্চম ঢেউ চাই না।’আগামী ১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রিয়ায় করোনার টিকা নেয়া বাধ্যতামূলক করা হবে।

আরো পড়ুন: পুলিশের এসআই নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন

ইউরোপের প্রথম দেশ হিসেবে শরতকালে ফের লকডাউন আরোপ করলো অস্ট্রিয়া। যারা টিকা গ্রহণ করেনি তাদের জন্য লকডাউন আরোপের সময় চ্যান্সেলর বলেছিলেন, ‘আমরা এই পদক্ষেপ হালকাভাবে নিচ্ছি না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা প্রয়োজন।’

আরো পড়ুন: মেয়র জাহাঙ্গীরের দলীয় সদস্য পদ স্থগিত

অস্ট্রিয়ায় বর্তমানে ভ্যাকসিন না নেয়া ব্যক্তিরা খুব সীমিত কারণে বাড়ির বাইরে যেতে পারেন। যেমন কাজে যাওয়া বা খাবার কিনতে। সোমবার থেকে এই নিয়ম সবার জন্যই প্রযোজ্য হবে।

আরো পড়ুন: দেশে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী অস্ট্রিয়ায় ১৫ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। সূত্র: রয়টার্স

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত