ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

করোনার নতুন ধরন নিয়ে যে কারণে এতো ভয়

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ১২:৫৯  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২১, ১৫:২৮

করোনার নতুন ধরন নিয়ে যে কারণে এতো ভয়
প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন একটি ধরন। এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা চিন্তিত। যুক্তরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে, তারা রীতিমতো উদ্বিগ্ন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা এজেন্সি জানিয়েছে, করোনার এ ধরনকে বলা হচ্ছে- বি.১.১.৫২৯। এর মধ্যে যে স্পাইক প্রোটিন আছে, তা অন্য করোনা ভাইরাসের চেয়ে একেবারেই আলাদা।

তাদের দাবি, এখন পর্যন্ত করোনা ভাইরাসের যতগুলো ধরনের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরন কতটা ভয়ঙ্কর, ভ্যাকসিন তাতে কাজ করবে কি না, কতটা দ্রুত তা ছড়ায়- সবই গবেষকরা পরীক্ষা করে দেখছেন।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এ ধরন অনেক দ্রুত ছড়ায়। আর এখন যে ভ্যাকসিন চালু আছে, তা এর উপর খুব বেশি কার্যকর হবে না।

যুক্তরাজ্য ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবোয়ে, বতসোয়ানাসহ মোট ছয়টি দেশে যাতায়াতের উপর কড়াকড়ি চালু করেছে।

ডয়চে ভেলে জানায়, শুক্রবার বিশ্ব স্বাস্থ্যসংস্থা বৈঠকে বসেছে। সেখানে করোনার এ ধরন নিয়ে আলোচনা করা হবে এবং তার একটা নামও দেয়া হবে।

নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি নিয়ে আরও কড়াকড়ি করার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশ থেকে যারা আসছেন, তাদের ক্ষেত্রে কড়াকড়ি করার কথা বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটা (নতুন ধরন) অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে ছাড়াতে সক্ষম। দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিপেমিক রেসপন্স এন্ড ইনোভেশনের পরিচালক অধ্যাপক তুলিও ডি ওলিভেইরা বলেন, এ ধরনটি অন্যগুলোর চেয়ে ‘বেশ আলাদা।’

যে কারণে নতুন এ ধরন নিয়ে এতো উদ্বেগ, সেটা হলো- এটি চীনের উহান থেকে প্রথম আবিস্কৃত করোনা ভাইরাসের আদি ধরন থেকে অনেকটাই আলাদা।

এ কারণে আশঙ্কা করা হচ্ছে, করোনা ভাইরাসের অন্য ধরনগুলোর জন্য কাজে লাগা ভ্যাকসিন এ ধরনের ক্ষেত্রে কাজে না-ও লাগতে পারে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত