ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ১৫:৫২  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২১, ১৬:০১

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেতে যাচ্ছে জার্মানি
গ্রিন পার্টির উপনেতা আন্নালিনা বেয়ারবক।

ইউরোপের প্রভাবশালী দেশ জার্মানি চ্যান্সেলর হিসেবে নারী (এঙ্গেলা ম্যার্কেল) পেলেও এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পায়নি কোনো নারীকে। এবার সে অভাবও পূরণ হতে যাচ্ছে।

শুক্রবার এনডিটিভি অনলাইন জানায়, দেশটির গ্রিন পার্টির উপনেতা আন্নালিনা বেয়ারবক হতে যাচ্ছেন নতুন জার্মান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

আগামী মাসেই জার্মানিতে গঠিত হচ্ছে জোট সরকার। এ সরকার গঠনের মাধ্যমে জার্মান চেন্সেলর এঙ্গেলা ম্যার্কেলের দেড় দশকের বেশি সময়ের শাসনের অবসান হচ্ছে।

সোস্যাল ডেমোক্র্যাটস (এসপিডি), উদারপন্থী এফডিপি এবং গ্রিনসরা জোটবদ্ধ হয়ে এ সরকার গঠন করছে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত