ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

হু-এর বার্ষিক প্রতিবেদন

বিশ্বে ২০২০ সালে ম্যালেরিয়ায় মৃত্যু বেড়েছে ৬৯ হাজার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:২১  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:২৫

বিশ্বে ২০২০ সালে ম্যালেরিয়ায় মৃত্যু বেড়েছে ৬৯ হাজার
প্রতীকী ছবি

করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে ভেঙ্গে পড়ায় এর প্রভাব পড়েছে অন্য রোগে আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, আগের বছরের তুলনায় বিশ্বে ২০২০ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৬৯ হাজার জন্য বেশি মারা গেছেন।

ম্যালেরিয়া নিয়ে হু তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এনডিটিভি জানায়, সোমবার প্রকাশিত ওই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ৬ লাখ ২৭ হাজার জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই আফ্রিকার দরিদ্র দেশগুলোর শিশু। এর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৫৮ হাজার।

এ সংখ্যা আফ্রিকায় করোনা মহামারির মৃত্যুকেও ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত আফ্রিকায় করোনায় প্রাণ গেছে ২ লাখ ২৪ হাজার জনের। অথচ ম্যালেরিয়ায় প্রাণহানী এর প্রায় তিনগুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির কারণে ম্যালেরিয়ায় চিকিৎসা ব্যহত হয়েছে। এ সময়ে রোগটি নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধে ব্যাঘাত ঘটেছে।

হু এর তথ্য থেকে জানা যায়, ২০১৯ এর তুলনায় আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে ম্যালেরিয়ায় মৃত্যু বেড়েছে ১২ শতাংশ।

বিশ্বে প্রায় একশ’ ধরনের ম্যালেরিয়ার সংক্রমণ দেখা যায়। এর মধ্যে আফ্রিকায় মশাবাহিত এ রোগের প্রাণঘাতি ভয়ঙ্কর একটি ধরন রয়েছে।

তবে বিজ্ঞানীরা বসে নেই। ইতোমধ্যেই ম্যালেরিয়ার একটি টিকা সামনে আনছেন তারা। মস্কুরিস্ক নামে যুক্তরাজ্যের কোম্পানির তৈরি ওই টিকা আফ্রিকার শিশুদের দেয়ার সুপারিশ করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত