ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যায় ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৩:২০

ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যায় ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত
বন্যায় আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে। ছবি: আল জাজিরা

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে প্রবল বর্ষণের জেরে বন্যায় ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এ বন্যায় অন্তত ২ শিশুর মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রবল বর্ষণে ক্ষতির মুখে পড়েছে জাম্বি ও আসেহ প্রদেশের বিভিন্ন এলাকা। আসেহ প্রদেশের লোকসুকন শহরের বাইরের একটি গ্রামের বাসিন্দা মুহাম্মদ হাট্টা বলেন, তার গ্রামটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মুহাম্মদ হাট্টা জানান, তিনি স্ত্রী ও তিন পুত্র নিয়ে পানিবন্দী হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘বন্যার পানি কমে গেলে যা হবে, সেটা নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন।’

বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হাট্টা বলেন, ‘ধানের সব মাঠ পানিতে তলিয়ে গেছে। কৃষকরা যখন ধান গোয়ালে তুলবেন, তখন এমন হলো। কিন্তু তিন চারদিন পানির নিচে থাকলে ফসলতো নষ্ট হয়ে যাবে। কৃষকরা সবকিছু হারাবেন।’

উপর থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্তৃর্ণ এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। চারদিকে কেবল ঘোলা পানি আর পানি।

অনেক স্থানে বন্যার পানিতে আটকে পড়েছেন শত শত মানুষ। তাদেরকে উদ্ধার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত