ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বিজেপি ছাড়ার একদিন পরই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ১৭:৩১

বিজেপি ছাড়ার একদিন পরই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্বামী প্রসাদ মৌরিয়া। ছবি: এনডিটিভি

উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রীত্ব ও বিজেপি ছাড়ার ঘোষণার একদিন পর দলিত নেতা স্বামী প্রসাদ মৌরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন এ খবর জানিয়েছে।

২০১৪ সালে এক সভায় ঘৃণাসূচক বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তিনি ছাড়াও যোগী সরকারের আরও চার এমএলএ (বিধানসভা সদস্য) বিজেপি ছেড়েছেন। এরা হলেন- রোশন লাল বর্মা, ব্রিজেশ প্রজাপতি, ভগবতি সাগর ও বিনয় সকিয়া।

যোগী আদিত্যনাথ সরকারের শীর্ষ মন্ত্রী স্বামী প্রসাদ মৌরিয়া টুইটারে তার পদত্যাগপত্র দেখিয়ে মঙ্গলবার একটি পোস্ট দিয়েছেন।

তার এ পদত্যাগের খবর প্রচার হতে না হতেই ওই চার এমএলএ পদত্যাগের ঘোষণা দেন।

উত্তর প্রদেশে স্বামী প্রসাদ মৌরিয়া একজন শক্তিশালী দলিত নেতা। তিনি ও আরও পাঁচ বিধানসভা সদস্য ২০১৬ সালে মায়াবতির বহুজন সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত