ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ২০:২৯

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প
ছবি- প্রতীকী

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে জাকার্তা থেকে ১৫৯ কিলোমিটার পশ্চিমে এ ভূকম্পন আঘাত হানে। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার লাবুয়ান থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং কেন্দ্র ৩৭ দশমিক ২ কিলোমিটার গভীরে।

স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাকার্তায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এছাড়া ওয়েস্ট জাভা ও সুমাত্রার লামপাংয়ে কম্পন অনুভূত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর বিএমজিকে জানিয়েছে, বানতেন প্রদেশ থেকে ৫২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত