ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ট্রাম্প ইস্যুতে ইরানি নেতার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০২:৪৪

ট্রাম্প ইস্যুতে ইরানি নেতার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার
ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত একটি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টটিতে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে ইরানের একজন উচ্চ পর্যায়ের জেনারেলকে হত্যার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বান জানানো হয়।

শনিবার (১৫ জানুয়ারি) অ্যাকাউন্টটি বন্ধ করা হয় বলে জানিয়েছে টুইটারের একজন মুখপাত্র।

টুইটারের মুখপাত্র এএফপিকে বলেন, “আমাদের নিষেধাজ্ঞা ফাঁকির নীতি ভঙ্গের জন্য, উল্লিখিত ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।”

খামেনিসাইট নামের ওই অ্যাকাউন্টটিতে এই সপ্তাহে একটি অ্যানিমেশন ভিডিও পোস্ট করা হয়। তাতে দেখা যায়, একটি চালকবিহীন বিমান ট্রাম্পকে হামলা করছে।

প্রসঙ্গত, ট্রাম্প দুই বছর আগে বাগদাদে একটি ড্রোন হামলার আদেশ দিয়েছিলেন। সেই হামলায় ইরানের এক সামরিক নেতা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত