ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ইরানের সর্বোচ্চ নেতার ভাতিজি গ্রেপ্তার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৫:০৫  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২২, ১৫:০৭

ইরানের সর্বোচ্চ নেতার ভাতিজি গ্রেপ্তার
ফরিদা মোরাদখানি। ছবি: আরব নিউজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ভাতিজি ফরিদা মোরাদখানি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তেহরানে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।

ফ্রান্সে নির্বাসিত ফরিদা মোরাদখানির ভাই যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এ খবর নিশ্চিত করেছেন।

আরব নিউজের খবরে বলা হয়, মাহমুদ মোরাদখানি ইরানের ক্ষমতাসীন শাসকদের সমালোচনাও করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না। প্রথম কথা হলো, ইরানের একজন রাজনৈতিক কর্মী হওয়ার কোনো স্বাধীনতাই নেই। তিনি ছিলেন মানবাধিকার কর্মী, যিনি দাতব্য কাজ ও শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিয়েছিলেন।’

তিনি বলেন, ‘অবশ্যই আমাদের চাচা আলী খামেনি (ইরানের সর্বোচ্চ নেতা) কয়েক দশক আগে প্রতিষ্ঠিত এ শাসনব্যবস্থার বিরোধীতার বিষয়ে সচেতন আছেন।’

তিনি বলেন, তার পরিবারকে ‘দমিয়ে রাখা যাবে না।’

ইতোমধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন ফরিদা। তাকে এভিন কারাগারে নেয়া হয়েছে।

এর আগে শাসনব্যবস্থার সমালোচনা কারায় তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইরানের গোয়েন্দা সংস্থা। ফরিদা ইরানে মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে এবং কারাবন্দিদের অধিকার আদায় নিয়ে কথা বলে থাকেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত