ভারতে বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১৩ আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১৯

ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন।
|আরো খবর
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ খবর জানিয়েছে।
মঙ্গলবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩৮ হাজার ১৮ জন। বুধবার আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুও বেড়েছে। দেশটিতে এদিন করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৪৪১ জনের। মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল ৩১০ জন।
পুরো মহামারি পর্বে দেশটিতে করোনায় প্রাণ গেছে ৪ লাখ ৮৭ হাজার ২০২ জনের।
দৈনিক সংক্রমণের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ১৩ শতাংশ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬১ জন। মঙ্গলবারের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ১ শতাংশ।
ভারতে মঙ্গলবার পর্যন্ত করোনা টিকার পূর্ণ ডোজ নিয়েছেন ১৫৮ কোটি মানুষ।
নিউজ এইটটিন অনলাইন জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতের যেসব রাজ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে- কর্নাটক (৪১ হাজার ৪৫৭), মহারাষ্ট্র (৩৯ হাজার ২০৭), কেরালা (২৮ হাজার ৪৮১)।
বাংলাদেশ জার্নাল/ টিটি