ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

তালেবান সরকারের স্বীকৃতি চাইলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:১৭

তালেবান সরকারের স্বীকৃতি চাইলেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ। ছবি: আল জাজিরা

আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দ দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।

কাবুলে এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি এ আহ্বান জানান। তার দাবি, আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যে শর্তগুলো তালেবান সরকারের সামনে দেয়া হয়েছিল, সেগুলো পূর্ণ হয়েছে।

মোল্লা হাসান আখুন্দ বলেন, ‘আমি সব সরকারকে, বিশেষ করে মুসলিম দেশগুলোকে বলছি, তাদের উচিৎ স্বীকৃতি দেয়া শুরু করা।’

গত সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রকাশ্যে তিনি এ আহ্বান জানালেন।

গত আগস্টের মাঝামাঝি কাবুলে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

উল্টো আফগানিস্তানের ক্ষমতাচ্যুত আশরাফ গানি সরকার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে যে অর্থ জমা রেখেছিলো, তা জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় নানা সংকটের মধ্যে রয়েছে তালেবান সরকার। দেশটিতে বিপুল সংখ্যক মানুষ অনাহার, অর্ধাহারের মধ্যে রয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বলছে, আফগানিস্তানের ২ কোটি ২০ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি চরম ক্ষুধার মধ্যে রয়েছেন।

মোল্লা হাসান আখুন্দ বলেন, ‘স্বল্পকালীন সহযোগিতা কোনো সমাধান নয়; মৌলিকভাবে সমস্যাটি সমাধানের একটি পথ আমাদেরকে বের করতে হবে।’

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত