ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩, বহু আহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৭:৫০  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২২, ১৮:১৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩, বহু আহত
বোমাটি একটি মোটরসাইকেলে রাখা ছিল। ছবি: দ্য ডন

পাকিস্তানের লাহোরের আনারকলি এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে বোমাটি রাখা ছিল। এ নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনারকলি বাজারের এ বিস্ফোরণ এতোটাই তীব্র ছিল যে, এতে আশপাশের বেশ কয়েকটি দোকানঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, জনবহুল বাজারটিতে বিস্ফোরণের পর বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। আহতরা সাহায্যের জন্য কাতর হয়ে আবেদন করছেন।

লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) আবিদ খান বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি গর্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে এটা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। তাদের পর্যালোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।’

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত