ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রতিঘণ্টায় সৌদি আরবে ৭ ডিভোর্স

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ০২:৫১

প্রতিঘণ্টায় সৌদি আরবে ৭ ডিভোর্স
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রতি ঘণ্টায় অন্তত সাতজনের বিয়ে বিচ্ছেদ হচ্ছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে দেশটিতে নজিরবিহীন বিচ্ছেদের ঘটনা ঘটেছে। দেশটিতে প্রতি ঘণ্টায় সাতটি বিচ্ছেদের ঘটনা ঘটে অর্থাৎ সেখানে প্রতি ১০টি বিয়ের অন্তত তিনটি ভেঙে যাচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাওয়া নথিতে জানা গেছে, ২০২০ সালের শেষ কয়েক মাসে ৫৭ হাজার ৫০০-এর বেশি বিয়ে বিচ্ছেদের আবেদন জমা পড়েছে, যা ২০১৯ সালের তুলনায় ১২.৭ শতাংশ বেশি।

ওই নথিতে আরও বলা হয়েছে, সৌদি আরবে গত দশ বছরে, বিশেষ করে ২০১১ সালের পর থেকে বিচ্ছেদের হার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ২০১০ সালে দেশটিতে মাত্র ৯ হাজার ২৩৩টি বিচ্ছেদের ঘটনা ঘটেছিল।

কর্তৃপক্ষ আরও জানান, ২০১১ সালে বিবাহবিচ্ছেদের প্রায় ৩৪ হাজার ঘটনা রেকর্ড করা হয়েছিলো। পরের ১০ বছরে তা আরও ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত