ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভারতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, ট্রেনে আগুন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২২, ১৭:০৯  
আপডেট :
 ২৬ জানুয়ারি ২০২২, ১৮:১৪

ভারতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ, ট্রেনে আগুন

ভারতের প্রজাতন্ত্র দিবসের উদযাপনকালে বুধবার (আজ) দেশটির বিহার রাজ্যে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন দেন এবং পাথর নিক্ষেপ করেন।

বুধবার এনডিটিভি অনলাইন এ খবর জানিয়েছে।

শিক্ষার্থীদের বিক্ষোভ থামাতে ভারতের সরকার রেলওয়েতে চাকরির একটি পরীক্ষা বাতিল করেছে। সেইসঙ্গে তাদের ক্ষোভ প্রশমন করতে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করেছে।

রেলওয়েতে চাকরির একটি পরীক্ষা নিয়ে এ বিক্ষোভের সূত্রপাত। ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ দুই স্তরে ওই পরীক্ষা নিতে চাইছিল।

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের অভিযোগ, প্রথম স্তরে উত্তীর্ণদের জন্য ওই পরীক্ষার দ্বিতীয় স্তর দুর্নীতিপূর্ণ হতে পারে।

ভারতের রেলওয়ের লেভেল দুই থেকে লেভেল ছয় ক্যাটাগরির ৩৫ হাজার পদের জন্য এক কোটি ২৫ লাখ চাকরি প্রত্যাশী শিক্ষার্থী আবেদন করেন। ওই পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন প্রায় ৬০ লাখ মানুষ।

রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব সব শিক্ষার্থীকে আইনের লঙ্ঘন না করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা যেসব দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, সেগুলো পূরণের বিষয়টি বিবেচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি ট্রেনে আগুন জ্বলতে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত