ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার রুশ দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২২, ১২:০২  
আপডেট :
 ২৭ জানুয়ারি ২০২২, ১২:০৬

ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার রুশ দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
ইউক্রেন সীমান্তের কাছে রুশ সেনাদের অবস্থান। ছবি: আল জাজিরা

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে ইউক্রেনকে সরিয়ে রাখতে রাশিয়া যে দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সংকট মোকাবেলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন রাশিয়ার সামনে একটি আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরেছেন।

বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সামনে তিনি সংকট সমাধানে কূটনৈতিক উপায়ের পথে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।

এ প্রেক্ষাপটে রাশিয়ার মন্ত্রী বলেন, তারা ন্যাটোর সহযোগিতায় দেয়া ব্লিনকেনের প্রস্তাব বিবেচনা করে দেখবেন।

সংকট সমাধানে রাশিয়া যুক্তরাষ্ট্রের সামনে যেসব প্রস্তাব রেখেছে, তার মধ্যে অন্যতম হলো- ইউক্রেন ইস্যু থেকে ন্যাটো যেনো দূরে থাকে। অর্থাৎ রাশিয়া চায়, ন্যাটো যেনো ইউক্রেনের কোনো বিষয় নিয়ে নাক না গলায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ নয়। রাশিয়া বরাবর দাবি করে আসছে, ইউক্রেনকে যেনো ন্যাটোর অন্তর্ভূক্ত না করা হয়।

গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বলে আসছে যে, ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত