ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু হাজারের বেশি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু হাজারের বেশি
প্রতীকী ছবি

ভারতে আরও কমেছে করোনা সংক্রমণ। সেইসঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৯৫২ জন, যা শুক্রবারের তুলনায় ১৪ শতাংশ কম।

শনিবার সকালে প্রকাশিত ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড বুলেটিনের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১১ দশমিক ২১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮১৪ জন। ফলে ভারতে করোনাকে হারিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ২ লাখ ৪৭ হাজার ৯০২ জনে।

দেশটিতে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু এখনও এক হাজারের উপরে। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৫৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

শুক্রবারই ভারতে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ পেরিয়ে গেছে। মৃতের সংখ্যায় শনিবারও শীর্ষে দক্ষিণের রাজ্য কেরালা। একদিনে ৫৯৫ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে কেরালায়। তার মধ্যে ৩৭০ জনের মৃত্যু আগেই হয়েছিল। কিন্তু তা অনথিভুক্ত ছিল।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৬ লাখ ৩ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে দেশটিতে ৭৩ কোটি ৭৯ লাখ নমুনা পরীক্ষা হল।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত