ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে জাতিসংঘের সঙ্গে কাজ করা দুই সাংবাদিক আটক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৩  
আপডেট :
 ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৭

আফগানিস্তানে জাতিসংঘের সঙ্গে কাজ করা দুই সাংবাদিক আটক
গত বছরের ১৫ আগস্ট কাবুলে ক্ষমতায় আসে তালেবান।

জাতিসংঘের সঙ্গে কাজ করা দুজন সাংবাদিককে আটক করেছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটির হাই-কমিশনার এক টুইটে বলেন, ‘ইউএনএইচসিআরের কাজে নিয়োগপ্রাপ্ত দুজন সাংবাদিক ও বেশ কয়েকজন আফগানকে কাবুলে আটক করা হয়েছে।’

এতে জানানো হয়, ‘পরিস্থিতি শিথিল করতে আমরা অন্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।’

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) বলছে, তাদের কাছে এ আটকের বিষয়ে কোনো তথ্য নেই।

এনডিএসের মুখপাত্র খলিল হেমরাজ বলেন, ‘তাদের (আটক হওয়া সাংবাদিক ও আফগান) সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। কখন এবং কোথায় তারা নিখোঁজ হয়েছেন- এ নিয়ে এখনও আমরা কোনো তথ্য পাইনি। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’

বিশ্বব্যাপী জাতিসংঘ যেসব জনহিতকর কাজ করে, সেগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য তারা বিভিন্ন দেশে সাংবাদিক নিয়োগ করে থাকে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত