ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ-মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২

বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ-মৃত্যু

করোনায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় মৃত্যু এবং সংক্রমিত রোগীর সংখ্যা দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারেরও বেশি। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ লাখেরও বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে প্রতিদিনের মত দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, মেক্সিকো, ফ্রান্স, জাপান, পোল্যান্ড, স্পেন, ইতালি। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ কোটি ৩২ লাখের ঘর।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৫৯জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমছে একহাজারের বেশি । এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৯৬ হাজার ৩২৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ২১০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৯৯ জন এবং মারা গেছেন ২৩৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৪ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ১৩০ জন মারা গেছেন।

এছাড়া গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৫৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৮৫৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫ লাখ ৩২ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭২ হাজার ২০০ জন মারা গেছেন।

এছাড়াও যেসব দেশে শুক্রবার করোনায় সংক্রমণ-মৃত্যুর ঊর্ধ্বগতি দেখা গেছে, সেই দেশসমূহ হলো— রাশিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ২৩ হাজার ৪৬০ জন, মৃত্যু ৭৮৭ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ৯০ হাজার ১৯৯ জন, মৃত্যু ৭৮১ জন), ভারত (নতুন আক্রান্ত ১০ হাজার ৩৯৯ জন, মৃত্যু ২৫৪ জন), মেক্সিকো (নতুন আক্রান্ত ১৮ হাজার ২৫২ জন, মৃত্যু ৩৬২ জন), পোল্যান্ড (নতুন আক্রান্ত ১৬ হাজার ৭২৪, মৃত্যু ১৯৪ জন, জাপান (নতুন আক্রান্ত ৬৫ হাজার ৬৫৭ জন, মৃত্যু ২২৬ জন), ইতালি (নতুন আক্রান্ত ৪০ হাজার ৯৪৮ জন, মৃত্যু ১৯৩ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৮ হাজার ১৩৮ জন, মৃত্যু ১৮৮ জন) এবং স্পেন (নতুন আক্রান্ত ২৭ হাজার ৫২৭ জন, মৃত্যু ২৪৮ জন)।

এর আগের দিন শুক্রবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭ লাখ ৯৪ হাজার ২৯৬ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৭৪ জনের।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত