ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

অ্যামোনিয়া নিঃসরণ হচ্ছে সুমির রাসায়নিক কারখানা থেকে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২২, ১৩:২৫

অ্যামোনিয়া নিঃসরণ হচ্ছে সুমির রাসায়নিক কারখানা থেকে
ছবি- দ্য গার্ডিয়ান

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের শহর সুমির একটি রাসায়নিক কারখানা থেকে অ্যামোনিয়া নিঃসরণ হচ্ছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্র ঝিভিৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছেন, সুমির সুমায়খিমপ্রম রাসায়নিক কারখানায় আজ ভোররাত সাড়ে চারটা থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হতে শুরু করেছে।

তিনি আরও জানান, সুমায়খিমপ্রম কারখানার চারদিকে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা বিপর্যয়ের মধ্যে রয়েছে। আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথাও পরামর্শও দিয়েছেন গভর্নর।

তবে ঠিক কী কারণে কারখানাটি থেকে অ্যামোনিয়া নিঃসরণ হচ্ছে সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।

ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই বিগত কয়েক সপ্তাহ ব্যাপী রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের সুমি শহরকে অবরুদ্ধ করে রেখেছে রুশ বাহিনী।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত