ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

ব্রিটেনে বরিস জনসনের দলের জনপ্রিয়তায় ব্যাপক ধস

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২২, ১২:৪৫

ব্রিটেনে বরিস জনসনের দলের জনপ্রিয়তায় ব্যাপক ধস
বরিস জনসন।

ব্রিটেনে সদ্য সমাপ্ত হওয়া স্থানীয় কাউন্সিল নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি আশানুরূপ ফল পায়নি। দলের জনপ্রিয়তা কমার পেছনে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বরিস জনসনকে দায়ী করছেন।

ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়ে জয়ী হয়েছে বিরোধী লেবার পার্টি। লন্ডনের কনজারভেটিভ ঘাঁটির বেশ কিছু আসন বরিস জনসনের দলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। সব মিলিয়ে পুরো ব্রিটেনেই বরিসের দল আশানুরূপ ফল করতে পারেনি।

বেশ কয়েক মাস ধরে জনসনের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা নামছে। এর প্রধান কারণ, প্রধানমন্ত্রীর ‘পার্টিগেট’ কেলেঙ্কারি। কোভিড বিধি ভেঙে খাস প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক মদের আসর বসিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কনজারভেটিভ দলের নেতা জনসন। তা ছাড়া, গত কয়েক মাসের মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষকে শাসক দলের প্রতি আরও বিরূপ মনোভাবাপন্ন করে তুলেছে। বিরোধী দলগুলোর আশা ছিল, এ সুযোগে স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভাল ফল করবে তারা।

পার্টিগেট ক্যালেঙ্কারির জেরে বরিস জনসনের পদত্যাগের দাবি তুলেছিলেন বিরোধীরা। তার দল কনজারভেটিভ পার্টিরও অনেক নেতা সে দাবিতে সুর মিলিয়েছিলেন। বিশ্লেষকরা মনে করেন, পার্লামেন্টে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদ টিকিয়ে রাখলেও এরই প্রভাব পড়েছে স্থানীয় নির্বাচনের দলের জনপ্রিয়তায়।

বরিস জনসন দলের বড় হারের কথা স্বীকার করেছেন। বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ভোটে ৫০০ আসন হারিয়েছে রক্ষণশীলরা। সেইসঙ্গে ১১টি কাউন্সিল তাদের হাতছাড়া হয়েছে। লন্ডনে তাদের গুরুত্বপূর্ণ একটি আসন লেবারদের হাতে চলে গেছে।

রক্ষণশীলরা স্কটল্যান্ডেও ব্যাপকভাবে হেরে গেছে। সেখানে অধিকাংশ আসন জিতেছে আঞ্চলিক দল এসএনপি। তবে ওয়েলসে লেবার পার্টির কাছেই তাদের হার হয়েছে। উত্তর আয়াল্যান্ড বিধানসভার অধিকাংশ আসন জিতে নিয়েছে সিন ফেইনের দল।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত