সিরিয়ায় সেনাবাহিনীর বাসে হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২২, ২২:০৭

সিরিয়ার সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা দেশটির সেনাবাহিনীর একটি বাসে রকেট হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, এএফপি। এই ঘটনায় ১০ সেনাসদস্য নিহতসহ আহত হয়েছেন আরও ৯ জন।
|আরো খবর
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর আনজারা শহরে এই ঘটনা ঘটে।
সিরিয়ার কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ও আলেপ্পোর সবচেয়ে বড় সশস্ত্র দল হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নিজেদের টেলিগ্রাম চ্যানেলে ইতোমধ্যে হামলায় পুড়ে যাওয়া সেই বাসের ছবি ও ভিডিও প্রকাশ করেছে, তবে সরাসরি সেই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনো ব্যক্তি বা সংগঠন।
এদিকে, এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে তাতে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।
বাংলাদেশ জার্নাল/এমএম