যুদ্ধে নিহত রুশ সেনাদের ফেরত দিচ্ছে ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২২, ১৪:৩৮ আপডেট : ১৪ মে ২০২২, ১৭:১৩

ইউক্রেন বলছে, তারা রুশ সেনাদের মৃতদেহ তাদের নিজ দেশে ফিরিয়ে দিচ্ছে। শুক্রবার ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চল থেকে সংগৃহীত মৃতদেহগুলো রেফ্রিজারেটেড রেল গাড়িতে লোড এবং স্তুপ করতে দেখা গেছে।
|আরো খবর
শনিবার বিবিসি এ খবর জানায়।
ইউক্রেনের বেসামরিক-সামরিক সহযোগিতা বিষয়ক ইউনিটের প্রধান ভলোদিমির লায়ামজিনের মতে, এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম’ অনুসারে নেয়া হয়েছে।
লায়ামজিন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘সংঘাতের সক্রিয় পর্যায় শেষ হওয়ার পর পক্ষগুলোকে অন্য দেশের সামরিক বাহিনীর মৃতদেহ ফিরিয়ে দিতে হবে। ইউক্রেন আগ্রাসনকারীদের মৃতদেহ ফিরিয়ে দিতে প্রস্তুত।’
ইউক্রেনের অন্য অংশগুলোতেও বেশ কিছু রেফ্রিজারেটেড ট্রেন রাখা হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের দাবি, তারা প্রায় ২০ হাজার রুশ সেনাকে হত্যা করেছে। গত ২৫ মার্চ থেকে রাশিয়া যুদ্ধে তাদের মৃত্যুর সংখ্যা আপডেট করেনি। তখন তারা ১ হাজার ৩৫১ জনের মৃত্যুর কথা স্বীকার করেছিল।
বাংলাদেশ জার্নাল/টিটি