জেলের জালে ধরা পড়ল ১৮০ কেজি ওজনের মাছ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২২, ১০:৩৩ আপডেট : ১৬ মে ২০২২, ১০:৫৮
কম্বোডিয়ার মেকং নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি স্টিং রে মাছ, যার ওজন ১৮০ কেজি। ৪০ কিংবা ৫০ কেজি ওজনের মাছ ধরা পড়লেও এমন দানব আকৃতির মাছ সাধারণত ধরা পড়ে না।
|আরো খবর
১৩ ফুট লম্বা এই মাছ নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছে ছারিদিকে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় স্বাদুজলের মাছ। মেকং নদীতে প্রায় এক হাজার প্রজাতির মাছের বাস। রয়েছে বিরল প্রজাতির স্টিং রে-ও।
মৎস্যবিজ্ঞানীরা জানাচ্ছেন, একটি স্টিং রে ৩০ ফুট লম্বা হতে পারে। ওজন প্রায় ৩০০ কেজির মতো হয়। যে হেতু এই মাছ বিপন্ন প্রজাতির, তাই বিশালাকৃতির মাছ ধরার পরেও ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বাংলাদেশ জার্নাল/স্বর্ণ/ওএফ