যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে উদ্বেগ এলন মাস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২২, ১৯:৪২
মার্কিন ধনকুবের এলন মাস্ক সোমবার বলেছেন, মার্কিন অর্থনীতি সম্ভবত মন্দার মধ্যে রয়েছে, যা এক বছর থেকে ১৮ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে তিনি এও বলেন যে, মন্দা খুব একটা খারাপ বিষয় নয়। তিনি পাবলিক কোম্পানিতে থাকাকালে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন বলে উল্লেখ করেন।
|আরো খবর
মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
মায়ামি বিচে অল-ইন সামিটে তিনি বলেন, ‘এ জিনিসগুলো (মন্দা) কেটে যায় এবং তারপর আবার পরিস্থিতির অগ্রগতি হবে।’ তিনি বলেন, ‘এটি সম্ভবত কিছুটা কঠিন হবে, আমি জানি না, এক বছর, সম্ভবত ১২-১৮ মাস।’
মাস্ক বলেন, ‘যা হওয়ার প্রবণতা তা হল; যদি আপনার একটি বুম থাকে এবং তা খুব বেশি সময় ধরে চলে, আপনি মূলধনের ভুল বরাদ্দ পাবেন- এটি মূলত বোকাদের উপর অর্থের বৃষ্টি শুরু করে।’
সম্প্রতি ইউক্রেন আগ্রাসনের জেরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এ আগ্রাসনের কারণে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হয়েছে।
বাংলাদেশ জার্নাল/টিটি