ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২২, ০৮:৪৭

নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯
ছবি- প্রিমিয়াম টাইমস

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানো রাজ্যের এক বাজারের কাছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি ভবনধ্বস হয়েছে। এতে প্রাণ হারিয়েছে ৯ জন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১৭ মে) শহরের সাবোন গেরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা বিভাগ এবং প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থা সংস্থার প্রধান মুস্তাফা হাবিব আহমেদ জানান, একটি ওয়েল্ডিংয়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে ভবন ধ্বসে পড়ে নয়জন নিহত হয়েছে। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের স্থান থেকে কাছাকাছি অবস্থিত একটি স্কুলের অভিভাবকরা দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সন্তানের খোঁজ নিতে ছুটে গেছেন সেখানে। তবে দুর্ঘটনায় কোনও স্কুল শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত