ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টুইটার ফলোয়ারদের অর্ধেকই ভুয়া জো বাইডেন এবং এলন মাস্কের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২২, ১৩:৫৬

টুইটার ফলোয়ারদের অর্ধেকই ভুয়া জো বাইডেন এবং এলন মাস্কের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ মাসের শুরুতে স্পার্কটোরোর সমীক্ষায় উঠে আসে, টেসলার মালিক এলন মাস্কের টুইটার ফলোয়ারদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া।

একইভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটারে প্রায় ২ কোটি ২০ লাখ ফলোয়ার রয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই ভুয়া বলে দাবি করেছে ওই সফ্টওয়্যার সংস্থা।

বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

স্পার্কটোরো নামে ওই সংস্থার দাবি, তাদের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, বাইডেনের ফলোয়ারদের মধ্যে ৪৯ দশমিক ৩ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া। অ্যাকাউন্টগুলোর কোন জায়গা থেকে খোলা হয়েছে, সেগুলোর প্রোফাইল ছবি, তার মধ্যে কতগুলো নতুন বা পুরনো ইত্যাদি নানা মাপকাঠির ভিত্তিতে তারা সমীক্ষা চালিয়েছে।

যে সব অ্যাকাউন্টের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না বা যেগুলোর দীর্ঘদিন কোনও ব্যবহার নেই, প্রচারমূলক, রোবটচালিত বা স্প্যাম- সেগুলোকে ভুয়া অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করেছে স্পার্কটোরো। সংস্থার দাবি, তাদের এ পরিষেবা ব্যবহার করে যে কোনও টুইটার ব্যবহারকারী জানতে পারবেন, তার ফলোয়ারদের মধ্যে কতগুলো ভুয়া অ্যাকাউন্ট রয়েছে।

এ মাসের শুরুতে স্পার্কটোরোর সমীক্ষায় উঠে আসে, টেসলার মালিক এলন মাস্কের টুইটার ফলোয়ারদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া।

প্রসঙ্গত, ভুয়া অ্যাকাউন্ট নিয়ে মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন অব্যাহত। টুইটারে জাল অ্যাকাউন্টের সমস্যা নিয়ে বরাবর সরব মাস্ক। সেগুলো বন্ধ করার কথাও বলেছেন বহু বার। এখন টুইটারকে হাতে নেয়ার সময় বিষয়টি নিয়ে আরও কঠোর তিনি।

বাংলাদেশ জার্নাল/স্বর্ণ/টিটি

  • সর্বশেষ
  • পঠিত