ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রাশিয়ার গোলাবর্ষণে লুহানস্কে ১৩ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২২, ১৩:২২

রাশিয়ার গোলাবর্ষণে লুহানস্কে ১৩ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন
প্রতীকী ছবি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

তিনি বলেন, ইউক্রেনের সেভেরোডোনেটস্ক শহরে ১২ জন নিহত হয়েছেন।

সেভেরোডোনেটস্ক শহরটি রুশদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হলে তারা পশ্চিমে গাড়ি চালিয়ে যেতে পারবে সহজেই। সেইসঙ্গে ইজিয়ামের দক্ষিণ-পূর্ব দিকে থাকা রুশ বাহিনীর সাথে সংযোগ স্থাপন সহজ হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত