ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেন আগ্রাসনের প্রতিবাদে রুশ কূটনীতিকের পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৩:০৪

ইউক্রেন আগ্রাসনের প্রতিবাদে রুশ কূটনীতিকের পদত্যাগ
বরিস বোন্ডারেভ। ছবি: বিবিসি।

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের ‘রক্তক্ষয়ী, অবিবেচনাপ্রসূত’ যুদ্ধের প্রতিবাদে একজন রুশ কূটনীতিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।

বরিস বোন্ডারেভ সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে জানান, তিনি জেনেভায় জাতিসংঘে রুশ মিশনে কাজ করতেন। বিবিসিকে তিনি বলেন, তিনি জানেন যে, তার কথা বলার সিদ্ধান্তের অর্থ- ক্রেমলিন এখন তাকে বিশ্বাসঘাতক বলে মনে করতে পারে।

তবে তিনি তার বিবৃতিতে অটল রয়েছেন, যা যুদ্ধকে ‘ইউক্রেনীয় জনগণের বিরুদ্ধে অপরাধ’ বলে বর্ণনা করেছে। তবে মস্কো এখনো কোনো মন্তব্য করেনি।

রাশিয়া তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে যারা ইউক্রেন আগ্রাসনের ক্ষেত্রে রাশিয়ার দেয়া বর্ণনা গ্রহণ করা থেকে সরে এসেছেন। রাশিয়া ইউক্রেনে আগ্রাসনকে কেবল ‘একটি বিশেষ সামরিক অভিযান’ বলে উল্লেখ করে।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত