ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

সেভেরোদোনেতস্ক শহরের ৭০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ জুন ২০২২, ১৬:৩২  
আপডেট :
 ০১ জুন ২০২২, ১৬:৩৯

সেভেরোদোনেতস্ক শহরের ৭০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে
প্রতীকী ছবি: আল জাজিরা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেতস্ক শহরের ৭০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছেন পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই। বুধবার আল জাজিরা এ খবর জানায়।

সের্হি হাইদাই এক টেলিগ্রাম পোস্টে বলেন, ‘কিছু ইউক্রেনীয় সেনা আরও সুবিধাজনক ও পূর্ব-প্রস্তুত অবস্থানের দিকে পিছু হটেছেন।’

রাশিয়া যদি সিভারস্কির ডোনেটস নদীর পশ্চিম তীরের সেভেরোদোনেদস্ক ও পাশ্ববর্তী লাইসিচানস্ক দখল করে নেয়, তবে তারা পুরো লুহানস্ককে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। এটি যুদ্ধে বর্তমানে মস্কোর মূল লক্ষ্য।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত