ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ, বলছেন ন্যাটোর স্টলটেনবার্গ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২২, ১২:৫২

তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ, বলছেন ন্যাটোর স্টলটেনবার্গ
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। ছবি: আল জাজিরা

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ফিনল্যান্ড সফরকালে এ মন্তব্য করেছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় সুইডেন এবং ফিনল্যান্ড গত মাসে পশ্চিমা দেশগুলোর সামরিক জোটে যোগদানের জন্য আবেদন করে। কিন্তু তারা তুরস্কের বিরোধিতার সম্মুখীন হয়েছে। তুরস্ক তাদের বিরুদ্ধে কুর্দি জঙ্গি এবং আঙ্কারা ‘সন্ত্রাসী’ বলে মনে করে- এমন অন্যান্য গোষ্ঠীকে সমর্থন ও আশ্রয় দেয়ার অভিযোগ তুলেছে। খবর আল জাজিরার।

স্টলটেনবার্গ রোববার ফিনল্যান্ডের নানতালিতে ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘এগুলি বৈধ উদ্বেগ। এটি সন্ত্রাসবাদ সম্পর্কে, এটি অস্ত্র রপ্তানির বিষয়ে।’ স্টলটেনবার্গ বলেন যে, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে কৃষ্ণ সাগরে কৌশলগত অবস্থানের কারণে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র ছিল। তিনি ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনকে আঙ্কারা যে সমর্থন দিয়েছিল, সে বিষয়টিও উল্লেখ করেন। স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে, কোন ন্যাটো মিত্র তুর্কিয়ের চেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি।’

বাংলাদেশ জার্নাল/টিটি

  • সর্বশেষ
  • পঠিত