ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

শক্তিশালী ভূমিকম্প অনুভূত তাইওয়ানে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২২, ১১:১৪

শক্তিশালী ভূমিকম্প অনুভূত তাইওয়ানে
ছবি- ইউএসজিএস

এশিয়ার দেশ তাইওয়ানে বেশ শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২০ জুন) ছয় মাত্রার একটি ভূমিকম্প দেশটির পূর্ব উপকূলে আঘাত হানে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, সমগ্র দেশজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতে সবগুল ভবন কেঁপে ওঠে।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ছয় দশমিক আট কিলোমিটার। এটির কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে, যেখানে মানুষের বসাবাস অনেকটা কম।

দেশটি প্রকৃতপক্ষে দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় বেশ ভূমিকম্প প্রবণ। এর আগে ২০১৬ সালের এক ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের শতাধিক মানুষের মৃত্যু হয়। এছাড়াও ১৯৯৯ সাল সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যায়।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত