ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে ঘরে থেকে কাজের নির্দেশ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২২, ১৭:২০

শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে ঘরে থেকে কাজের নির্দেশ

ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা শ্রীলঙ্কায় জ্বালানি বাঁচাতে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’চলছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার দেশটির সেনাদেরকে পেট্রল স্টেশনগুলোর লাইনে দাঁড়ানো মানুষজনকে টোকেন দিতে দেখা গেছে। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে কলম্বো ও এর আশপাশের অঞ্চলের স্কুল বন্ধ রেখেছে, সরকারি কর্মীদেরকেও পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

এর আগে গত ১৭ জুন দেশটি সরকারি কর্মীদেরকে দুই সপ্তাহ ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বলেছিল, কিন্তু জ্বালানি সংকট না মেটায় এখন ‘পরবর্তী নির্দেশ’ না দেয়া পর্যন্ত ঘরে থেকে কাজের নির্দেশনা দেয়া হয়েছে।

জ্বালানির জন্য টোকেন পাওয়া ৬৭ বছর বয়সী ডব্লিউ ডি শেলটন বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতিতে থাকা সোয়া দুই কোটি জনসংখ্যার দেশটি খাদ্য, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে হিমশিম খাচ্ছে। চারদিন ধরে লাইনে আছি। এই সময়ের মধ্যে ঠিকঠাক খেতে বা ঘুমাতে পারিনি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত