যুক্তরাষ্ট্রে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২২, ১১:০৪

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ট্রেন-ট্রাকের সংঘর্ষের ফলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন তিন জন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ১০ জনের উপরে।
|আরো খবর
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগোগামী ওই ট্রেনটি মেন্ডন শহরের কাছে একটি রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনটিতে ওই সময় ২৪৩ জন যাত্রী ছিল।
মিসৌরি অঙ্গরাজ্যের হাইওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ট্রেনের দুই যাত্রী ও ট্রাকের একজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেল অপারেটরের (অ্যামট্রাক) পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যানসাস শহর থেকে ৮৪ মাইল (১৩৫ কিলোমিটার) দূরে অবস্থিত মেন্ডন শহরের কাছে ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘতনা ঘটে।
দুর্ঘটনার পরই যুক্তরাষ্ট্রের জরুরি সার্ভিস বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
বাংলাদেশ জার্নাল/এসএস