ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সুদের হার বৃদ্ধিতে ভারতীয় রুপির দরপতন!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ২১:৩৭

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সুদের হার বৃদ্ধিতে ভারতীয় রুপির দরপতন!

আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি পাওয়ায় ভারতীয় মুদ্রা রুপিরও দরপতন হচ্ছে বলে মত দিয়েছে বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, এ মুহূর্তে ডলারের সাপেক্ষে অন্যান্য মুদ্রার দামের পতনের বহুবিধ কারণ থাকলেও প্রধান কারণ দুটি।

এক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে পেট্রোলিয়াম থেকে রকমারি পণ্য—সবকিছুরই দাম বেড়েছে। অর্থাৎ ডলারের অঙ্কে সেই পণ্যগুলোর দাম বেড়েছে। অনেক ক্ষেত্রে আমদানির পরিমাণ অন্তত স্বল্প মেয়াদে কমানো অসম্ভব, ফলে আমদানি ব্যয় বেড়েছে। শুধু বাংলাদেশে নয়,

সব দেশেরই।

তাতে ডলার মূল্যবান হয়েছে, উল্টো দিকে স্থানীয় মুদ্রার দাম পড়েছে। দ্বিতীয় কারণটি হলো, আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে। সারা পৃথিবীতে আর্থিক ক্ষেত্রে তুমুল অনিশ্চয়তা চলছে—এ অবস্থায় বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। সুদের হার বেড়ে যাওয়ায় মার্কিন ডলার সে দেশেই জমা রাখা লাভজনক, নিরাপদ। ফলে ভারতের মতো বাজার থেকে বিনিয়োগ তুলে নেয়ার চল শুরু হয়েছে। অন্যান্য দেশ থেকেও বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ফলে গোটা এশিয়াতেই স্থানীয় মুদ্রা এখন দুর্বল—চীনের ইউয়ান, জাপানের ইয়েন—সব কটিরই পতন ঘটছে।

উল্লেখ্য, উপমহাদেশের অন্যান্য মুদ্রার মতো ভারতীয় মুদ্রা রুপিরও দরপতন চলছেই। শুক্রবার বাজার খুলতেই এক ডলারের নিরিখে রুপির দাম দাঁড়ায় সর্বনিম্ন। ৫ পয়সা বৃদ্ধি পেয়ে এখন এক ডলারের দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১১ রুপি, যা সর্বকালের রেকর্ড।

শুক্রবার সকালে পতন হয়েছে ভারতের শেয়ারবাজারেরও। বাজার খোলার পর ৩৯৯ দশমিক ৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২ হাজার ৬১৯ দশমিক ২৫-এ। নিফটি ১৩০ দশমিক ২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫ হাজার ৬৫০।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত