ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

২০২২ সাল বিশ্বের ধনীরা খুইয়েছেন প্রায় ১১ কোটি ১০ লাখ কোটি টাকা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২২, ১৭:৪২  
আপডেট :
 ০২ জুলাই ২০২২, ১৭:৫৭

২০২২ সাল বিশ্বের ধনীরা খুইয়েছেন প্রায় ১১ কোটি ১০ লাখ কোটি টাকা
এলন মাস্ক ও বিল গেটস

এলন মাস্ক

টেসলার সিইও এলন মাস্ক খুইয়েছেন ৬১.৮ বিলিয়ন ডলার।

জেফ বেজোস

আমাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস খুইয়েছেন ৬২.৭ বিলিয়ন ডলার।

বিল গেটস

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস খুইয়েছেন ২৩.৪ বিলিয়ন ডলার।

বার্নার্ড আরনল্ট

ফরাসি শিল্পপতি, লগ্নিকারী ও শিল্প সংগ্রাহক বার্নার্ড আরনল্ট খুইয়েছেন ৪৯.৩ বিলিয়ন ডলার।

সারগে ব্রিন

গুগলের সহ-প্রতিষ্ঠাতা সারগে ব্রিন খুইয়েছেন ২৮.৩ বিলিয়ন ডলার।

ল্যারি পেজ

মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ খুইয়েছেন ২৯ বিলিয়ন ডলার।

ওয়ারেন বাফেট

বার্কশায়ার হ্যাথওয়ের বর্তমান চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট খুইয়েছেন ১৪.১ বিলিয়ন ডলার।

স্টিভ বলমার

মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বলমার খুইয়েছেন ১৪.৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত