ডেনমার্কে শপিংমলে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ০২:০৩

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীরা হামলা চালিয়েছেন। এ হামলায় বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ।
|আরো খবর
রোববার কোপেনহেগেনের ফিল্ডস নামে একটি শপিংমলে এ হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে।
এ ঘটনায় ডেনমার্কের পুলিশ জানাচ্ছে, বন্দুকধারীরা শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালনায়। এ ঘটনায় তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির পুলিশ আরও বলছে, এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বাংলাদেশ জার্নাল/কেএ