ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ইউক্রেন ছেড়েছে শস্য বহনকারী আরও তিন জাহাজ

  আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২, ১৫:১৭

ইউক্রেন ছেড়েছে শস্য বহনকারী আরও তিন জাহাজ

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তির অধীনে শস্য বহনকারী আরও তিন জাহাজ ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ছেড়ে তুরস্কের দিকে যাত্রা শুরু করেছে শুক্রবার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুটি জাহাজ, তুর্কি পতাকাবাহী পোলারনেট এবং মাল্টিজ পতাকাবাহী রোজেন ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর থেকে রওনা হয়েছে। অন্যটি, পানামার পতাকাবাহী নেভি স্টার ওডেসার বন্দর থেকে ছেড়ে গেছে।

তিনটি জাহাজে সম্মিলিতভাবে ৫৮ হাজার টনেরও বেশি ভুট্টা বোঝাই করা হয়েছে, যাদের গন্তব্য তুরস্ক, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে।

এর আগে, এই সপ্তাহের শুরুতে চুক্তির অধীনে যুদ্ধ শুরুর পর শস্যবাহী প্রথম জাহাজ লেবাননের উদ্দেশ্যে ছেড়ে যায়। বুধবার জাহাজটি ইস্তাম্বুলে পৌঁছালে তুরস্কের কতৃপক্ষ তা পরিদর্শন করে। চুক্তি অনুযায়ী পরিদর্শকদের নিশ্চিত করতে হবে, যে বহিরাগত পণ্যবাহী জাহাজগুলো কেবলমাত্র শস্য, সার বা খাদ্য বহন করছে। অন্য কোনও পণ্য বা অস্ত্র বহন করছে না।

বাংলাদেশ জার্নাল/এমআর/এমএম

  • সর্বশেষ
  • পঠিত