ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

চীনের সানিয়ায় লকডাউনে আটকা ৮০ হাজার পর্যটক

  আর্ন্তজাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ২০:২৭

চীনের সানিয়ায় লকডাউনে আটকা ৮০ হাজার পর্যটক

হঠাৎ করেই করোনার বিস্তারের পর ‘চীনের হাওয়াই’ নামে পরিচিত একটি রিসর্ট শহর সানিয়ায় লকডাউন ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার পর সেখানে ৮০ হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। শনিবার আগামী এক সপ্তাহের জন্য শহরের বাইরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিল। সেইসাথে ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।

চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের পর্যটন হটস্পট সানিয়ায় ১০ লাখের বেশি মানুষ বসবাস করে। রোববার সেখানে ৪৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যে পর্যটকরা শহরের বাইরে যেতে চান তাদের সাত দিনের মধ্যে পাঁচটি পিসিআর পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসতে হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানিয়েছেন, শহরের হোটেলগুলোকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল না হওয়া পর্যন্ত অতিথিদের ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে।

চীনই একমাত্র দেশ যা এখনও লকডাউন এবং দীর্ঘ কোয়ারেন্টাইনসহ জিরো-কোভিড কৌশলকে ধরে রেখেছে। করোনা রোধে ২০২০ সালের শেষের দিক থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশের সীমানাগুলোও এখনো বন্ধ রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমআর/আরকে

  • সর্বশেষ
  • পঠিত