ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ভারতীয় আয়কর বিভাগের অভিযান, ৪০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ১৬:৩৪

ভারতীয় আয়কর বিভাগের অভিযান, ৪০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

৩৯০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ভারতীয় আয়কর বিভাগ। কর ফাঁকি মামলায় মহারাষ্ট্রের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় আনন্দবাজার।

বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ৫৬ কোটি টাকা নগদ, ৩২ কেজি সোনাও হিরের গয়না। এছাড়াও আয়কর কর্তারা কিছু সম্পত্তির নথি ও ১২০টিরও বেশি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আয়কর বিভাগের সূত্রে জানা গেছে, গত ১ থেকে ৮ আগস্টের মধ্যে দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক ঠিকানায় হানা দিয়ে এই সম্পদ উদ্ধার করা হয়েছে। মোট কত সম্পদ উদ্ধার হল, তা নির্ধারণ করতে আয়কর কর্তাদের ১৩ ঘণ্টা সময় লেগেছে বলে জানা গিয়েছে।

একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকির ব্যাপারে তথ্য মেলার পরেই আয়কর দফতর পাঁচটি পৃথক দল তৈরি করে। এই দলগুলিতে ছিলেন ২৬০ জন আয়কর কর্তা। তারাই বিভিন্ন জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেন।

বাংলাদেশ জার্নাল/এমআর/এমএম

  • সর্বশেষ
  • পঠিত